সুনামগঞ্জ প্রতিনিধি :
এনজিও সংস্থা ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড সুনামগঞ্জ সার্ভিসিং সেল বিভাগীয় প্রধান (এ এম ডি) (উন্নয়ন) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ব্রজেশ রঞ্জন চৌধুরীর যোগদান উপলক্ষে সংবর্ধনা প্রদান, মাসিক উন্নয়ন সভা ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ সার্ভিসিং সেল অফিসের আয়োজনে অফিসের হলরুমে সাদেকা বেগমের সভাপতিত্বে ও নারীনেত্রী রাশেদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ অঞ্চলের সভাপতি অশোক তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি কোম্পানীর সদ্য নিয়োগপ্রাপ্ত বিভাগীয় এ এম ডি (উন্নয়ন) ব্রজেশ রঞ্জন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কোঃ দিরাই অফিস শাখার এজেন্সী ম্যানেজার জাহানারা বেগম, মিনা রানী পাল,সার্বিক ব্যবস্থাপনায় আলী আজগর, শাখা ব্যবস্থাপকদের মধ্যে পুষ্প বেগম, খোজেদা বেগম ও রুম্মান আহমেদ প্রমুখ।
এ এম ডি ব্রজেশ রঞ্জন চৌধুরী বলেন,দেশব্যাপী সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের সহযোগি হিসেবে এনজিও সংস্থা ডায়মন্ড লাইফ ইননিওরেন্স কোম্পানী গরীব ও অসহায় মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি সততার সাথে সুনামগঞ্জের অসহায় ও গরীব মানুষের পাশে থেকে সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে এই কোম্পানীর পক্ষ থেকে তিনজন নারীর মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।