হোম জাতীয় সুনামগঞ্জে বাস ধর্মঘট সাময়িক প্রত্যাহার

জাতীয় ডেস্ক :

সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও পুলিশ হয়রানির প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে সব ধরনের দূরপাল্লার বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। পরে সন্ধ্যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সুনামগঞ্জের সঙ্গে পরিবহন শ্রমিক সংগঠনের আলোচনা সভা সভায় পরিবহন শ্রমিক নেতারা তাদের ডাকা ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করে যানবাহন চলাচলের ঘোষণা দেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতিতে সুনামগঞ্জ থেকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, গাজীপুর, সিলেট, ছাতক, জগন্নাথপুর ও দিরাইসহ ১০টি রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে সড়কে অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মালবাহী গাড়ি চলাচল করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদক জানান, শুক্রবার সন্ধ্যায় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন। সন্ধ্যা থেকে জেলার সব রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন