হোম জাতীয় সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার স্যালাইন সরবরাহ

জাতীয় ডেস্ক :

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসামনের পক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে এসব ত্রাণ হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্র এবং সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাবরেটরিতে মান নিয়ন্ত্রণ করে প্রায় ৭০ হাজার ৭৩০ পিস খাবার স্যালাইন প্রস্তুত করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন