হোম অন্যান্যসারাদেশ সুনামগঞ্জে কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সুনামগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যেমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন সংলগ্ন পানসী রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারন সম্পাদকও জেলা কৃষক দলের আহবায়ক মো. আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ও লক্ষণশ্রী ইউপির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ ও যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিখি হিসেবে ভারচ্যুালে ঢাকা হতে যুক্ত হন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

অনুষ্ঠানের শুরুতেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ,এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,রেজাউল হক,আবুল মনসুর মোহাম্মদ শওকত,সং সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম,দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের,ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অশোক তালুকদার,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুল হক কালার চান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক হাজী আকুল আলী, সৈয়দ আজমল হোসেন, ফরিদ আহমদ তালুকার, মো.আব্দুল বাছির, যুগ্ম আহবায়ক অজিত দাশ অজিত, কৃষক দলের সদস্য অ্যাড.মনির আহমদ, আনিসুর রহমান তিতু, উকিল আলী, মো.মনির উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলার মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আলামিন মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান আকঞ্জি, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শাহিন, প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন এই ভোটার বিহীন অবৈধ বর্তমান আওয়ামীলীগ সরকার গনতন্ত্র ও সাধারন মানুষের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে দিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় আছে। তাই দেশের মানুষ তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত রয়েছেন। এই সরকার যেহেতু জনগনের ভোটে নির্রাচিত সরকার নয় তাই ইচ্ছেমতো তেল,ডিজেলসহ দ্রব্যমূল্যের উধর্বগতিতে ও লাগাম ধরে রাখতে পারছে না। আজ বিশ্বের উন্নয়নশীল দেশের রাষ্ট্র প্রধানরা এই সরকারের একজন প্রতিমন্ত্রী কর্তৃক বেগম জিয়া,তারেক জিয়াসহ নারীদের যেভাবে অশালীন ভাষা প্রয়োগ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এই অবৈধ সরকারের আমলে দেশে বার বার মানবাধিকার লংঙ্ঘিত হচ্ছে। তারা দেশের সম্পদ লুটপাঠ করে বিদেশে পাচার করে হাজারো কোটি টাকার সম্পদ বানাচ্ছেন। কিন্তু বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরও তারা আদালতে উপর ফরমায়েশি রায় চাপিয়ে দিয়ে তাকে তিলে তিলে মেরে ফেলার পায়তাঁরা করছেন। অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাসিত গনতন্ত্র উদ্ধারের পাশাপাশি বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানান। অন্যতায় জাতীয়তাবাদি শক্তি আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আসার সহ জনগনের সরকার প্রতিষ্ঠা করতে রাজপথে দাবী আদায়ের জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে উপস্থিত সকল জিয়ার সৈনিকদের প্রতি আহবান জানান। পরে বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন