হোম অন্যান্যসারাদেশ সুইডেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফল মেলা

জাতীয় ডেস্ক:

সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে একটি ফল মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) স্টকহোমে এই ফল মেলার আয়োজন করা হয়। এই ফল মেলায় বিভিন্ন দেশের কূটনীতিকগণ, বিদেশী অতিথিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মে এমন সব সুস্বাদু ও পুষ্টিকর ফলমূল যেমন: আম, জাম, কাঁঠাল, লিচু, তেঁতুল, পেয়ারা, লটকন মেলায় প্রদর্শন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের মতে, তাদের আয়োজিত এই ফল মেলার মাধ্যমে সুইডেন ও অন্যান্য নরডিক দেশগুলোতে বাংলাদেশি ফল ও কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে কাজ করবে।

এক বিবৃতিতে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহদী হাসান বলেন, ‘সুইডেনে আমাদের দেশের ফল নিয়ে প্রথমবারের মত এ ধরণের মেলা আয়োজন করতে পেরে আনন্দিত।’

‘দূতাবাস আয়োজিত এই মেলার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত ফলের স্বাদ ও পুষ্টি গুণাগুণ বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এই মেলাতে আগত অতিথিবৃন্দদের অভূতপূর্ব সাড়া আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং এর মাধ্যমে সুইডেনের বাজারে বাংলাদেশের ফলের চাহিদা আরো বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।’

ফল মেলায় বিদেশী অতিথিবৃন্দ বাংলাদেশের ফলসমূহকে সেরা বলে প্রশংসা করেন এবং ভবিষ্যতে সুইডেনের বাজারে আরও বেশি বাংলাদেশি ফল পাবেন বলে আশা ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন