হোম অন্যান্যসারাদেশ সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় দীর্ঘদিন পর জামায়াতের মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা এসময় সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন