হোম খুলনাবাগেরহাট সীমাহীন দূর্ণীতি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে সমাবেশ করেছে বিএনপি

সীমাহীন দূর্ণীতি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে সমাবেশ করেছে বিএনপি

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ
জসিম উদ্দিন:
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের রামপালে  বিএনপি-র উদ্যোগে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৭ ডিসেম্বর)  বিকালে রামপালের  খানজাহান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির  গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ রামপাল উপজেলা বিএনপির নেতা কর্মিরা।
এসময় বক্তারা বলেন, বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের দোসররা এখনো নানা সন্ত্রাসী ও বিশৃংখলা কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের সকল শ্রেনী পেশার মানুষদের ঐক্যবন্ধ হয়ে এসবের প্রতিহত করতে হবে। একই সাথে কল্যানমুলক   রাস্ট্র গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়ন জরুরী।   সমাবেশ শেষে স্থানীয়দের মাঝে ৩১ দফার লিফলেট বিতরন করেন, কৃষিবিদ শামিমুর রহমান শামিম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন