জাতীয় ডেস্ক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ টাকা দেয়া হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে ও চিকিৎসার সার্বিক খোঁজ নিতে গিয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান রোগীদের হাতেই ৫০ হাজার টাকার এ চেক তুলে দেন।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী বলেন, আজকে বার্নে ভর্তি ১০ জনকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এ নিয়ে হতাহত মোট ১৫৮ জনকে এ সহায়তা দেয়া হলো। যাদের মধ্যে ১৪৩ জন আহত ও দগ্ধ। বাকি ১৫ জন নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে দেয়া হয়েছে।
তাদের চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে ভর্তি আরও কয়েকজনকে আছে যাদের এখনও এই টাকা দেয়া হয়নি। তবে তাদেরও এই চিকিৎসা সহায়তা দেয়া হবে। যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে দু’একজন এখনও আছে যাদের ইনজুরি একটু বেশি বলে জানান তিনি।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস, এম, আইউব হোসেন জানান, এখন পর্যন্ত ২১ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে রবিন ও নজরুল নামে ২ জন আইসিইউতে ছিল। তাদের অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ভর্তি ২১ জনের মধ্যে ৫ জনের অবস্থা খুবই উন্নতি হয়েছে। তারা একরকম সুস্থই বলা চলে। এদের ৫ জনকে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে। বাকিরাও খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছে।