হোম জাতীয় সীতাকুণ্ডের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বললেন এমপি রুমিন

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনাকে হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (০৬ জুন) জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে পয়েন্ট অব অডারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবৈধভাবে কেমিক্যাল মজুত রাখায় দেশে আগে ঘটে যাওয়া দুর্ঘটনার বিচার না হওয়ায় একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে।

তিনি বলেন, আইন অমান্য করে যারা অবৈধভাবে কেমিক্যাল মজুত করে, তারা দলীয় বিবেচনায় পার পেয়ে যায়। বিএম ডিপোর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

গত শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিক থাকায় একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে হতাহত হন। পুড়ে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা এক এক করে বেড়েই চলে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত নয় জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন