হোম জাতীয় সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রের পরিবেশের উন্নতি হয়েছে: সিইসি

জাতীয় ডেস্ক :

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোটকেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের ফলে ভোটকেন্দ্রের বাইরের ও ভেতরের পরিবেশের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৪ জানুযারি) নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান সিইসি।

সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে সিইসি বলেন, আসছে জাতীয় নির্বাচনে এই গোপন ক্যামেরা ব্যবহার হবে কি-না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।

সকাল সাড়ে ৮টায় নির্বাচনী এলাকার ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

ভোট পরিস্থিতি দেখতে রাজধানীর নির্বাচন ভবনের পঞ্চম তলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৮টা থেকেই সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান।

উল্লেখ্য, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সেই আসনে গত ১২ অক্টোবর উপনির্বাচনে সম্পূর্ণ ইভিএমে ভোটগ্রহণ হচ্ছিল। তবে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন