হোম অর্থ ও বাণিজ্য সিসি ক্যামেরার আওতায় বেনাপোল স্থলবন্দর

বাণিজ্য ডেস্ক :

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে সিসি ক্যামেরার আওতায় এলো বেনাপোল স্থলবন্দর। গুরুত্বপর্ণ স্থানে বসছে ৩৭৫টি সিসি ক্যামেরা। এতে বন্দরের নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এতে বাণিজ্যিক কার্যক্রম ও যাত্রীদের গতিবিধি প্রশাসনিক ভবনে বসেই তদারকি করা যাবে।

বন্দরের আমদানি পণ্য প্রবেশের দরজা, ট্রাক টার্মিনাল, বাইপাস সড়কসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় বসছে ৩৭৫টি সিসি ক্যামেরা।

এর আগেই নিরাপত্তার স্বার্থে বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় এলেও, এতদিন তা বন্দরে ছিল না। এ কারণে পণ্য চোরাচালান, মাদক পাচার, দুর্বৃত্তায়ন কর্মকাণ্ডসহ নানা অপ্রীতিকর ঘটনা হরহামেশাই ঘটছে। এবার সিসি ক্যামেরা বসানোয় নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এবিষয়ে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান বলেন, যেহেতু বেনাপোল বন্দর সিসি ক্যামেরার আওতায় এসেছে, সেক্ষেত্রে বন্দর এখন নিরাপত্তাবেষ্টনীতে রয়েছে।

এদিকে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তারা বলেন, আগে সিসি ক্যামেরা ছিল না। এখন সিসি ক্যামেরা লাগানোর ফলে আমরা পণ্য হারানো বা চুরি হওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পাচ্ছি। আমরা আমাদের পণ্যের নিরাপত্তার দুশ্চিন্তা থেকে অনেকাংশে মুক্ত হয়েছি।

উল্লেখ্য, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি ও ৮ হাজার কোটি টাকার পণ্য রফতানি বাণিজ্য হয়। এতে সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আসে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন