আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ায় সেনাবাহিনীর বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে সিরিয়ার রাজধানী দামেস্কের আল সাবুরা এরিয়ায় সকালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম সানা নিউজ এজেন্সি জানায়, এ ঘটনায় ২৭ জন গুরুতর আহত হয়েছেন।
তারা আরও জানিয়েছে, দূর নিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে এ বোমা বিস্ফোরণের ঘটনায় সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলিতে সিরিয়ার সরকারি সেনা সদস্যদের ওপরে ধারাবাহিক হামলার সবশেষ ঘটনা এটি। জুন মাসে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ রাক্কায় ইসলামিক স্টেটের সশস্ত্র গোষ্ঠী একটি বাসে হামলা চালায়। এতে ১৩ জন সেনা নিহত হন।
মে মাসে, উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সামরিক বাসে রকেট হামলায় ১০ সেনা নিহত এবং আরও নয়জন আহত হয়। সিরিয়ার কর্তৃপক্ষ এর আগে আইএসআইএলকে এসব হামলার জন্যে দায়ী করেছে। ২০১৯ সাল থেকে দেশটিতে আঞ্চলিক নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও দক্ষিণ ও মধ্য সিরিয়ায় সক্রিয় রয়েছে এ উগ্রপন্থি সংগঠনটি।
