আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রশাসন বলছে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আইএস নেতা আবু ইব্রাহীম আল-হাসেমি আল-কুরাইশির বিস্ফোরিত বোমায় পরিবারসহ তিনি নিজেই নিহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর এর নেতৃত্ব দিচ্ছিলেন আবু ইব্রাহীম আল-হাসেমি। ২০১৯ সালে মার্কিন অভিযানে আত্মঘাতী হয়েছিলেন বাগদাদি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, দক্ষতা ও সাহসিকতার জন্য আমাদের সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুদ্ধক্ষেত্রে আমরা আইএস নেতাকে নিঃশ্বেষ করে দিয়েছি। অভিযান শেষে সব আমেরিকান নিরাপদে ফিরে এসেছেন।
বাগদাদির উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধিকাংশ সময়ই ছায়ায় থেকে ভূমিকা রাখতেন আবু ইব্রাহীম। সিরিয়া ও ইরাকের বিপুল অঞ্চলে খেলাফত ঘোষণা করার পর লাখ লাখ মানুষকে শাসন করত আইএস। পরে তারা পরাজিত হয়ে এখন বিচ্ছিন্ন হামলায় অংশ নিচ্ছে।
বছরতিনেক আগে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও বিভিন্ন দেশে সক্রিয় রয়েছে আইএস। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, একটি অভিযানে আবু ইব্রাহীম নিহত হয়েছেন। অভিযানের শুরুতেই সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে একটি বিস্ফোরণ ঘটেছে। এতে আবু ইব্রাহীম ও তার পরিবার সদস্যরা নিহত হন।
সিরিয়ার উদ্ধারকর্মীরা বলছেন, সংঘাত ও বিস্ফোরণে ছয়টি শিশু ও চার নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তুর্কিশ সীমান্তের আতমেহ অঞ্চলে এই আভিযান পরিচালনা করা হয়েছে।