হোম আন্তর্জাতিক সিরিয়ার দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত ২

সিরিয়ার দামেস্কে ইসরাইলের বিমান হামলায় নিহত ২

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দামেস্কের কাফার সৌসা এলাকার আবাসিক ভবনে ঘটনাটি ঘটেছে কলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামলার ঘটনায় তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং ওই এলাকায় অ্যাম্বুলেন্স আসতে দেখেছেন।

ইসরাইল হামলার বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে। জানালার কাঁচ পুরোপুরি ভাঙ্গা। ভবনের নিচে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাছের আল-বাওয়া প্রাইভেট স্কুলের একটি খালি বাস আগুনে পুড়ে গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) প্রধান রামি আব্দুল রাহিম জানান, হামলার সময় নিহত দুইজন ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। কিন্তু এর বেশি তিনি আর কিছু জানাননি।

রামি আরও জানান, গতমাসে লেবাননের বৈরুতে ফিলিস্তিনের হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরোরির ওপর বিমান হামলার ধরনের সঙ্গে এই হামলার মিল রয়েছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরাইল প্রায় ১৩টি হামলা চালিয়েছে বলে জানিয়েছে এসওএইচআর। এর মধ্যে আটটি বিমান হামলা ও পাঁচটি রকেট হামলা। এসব হামলায় সিরিয়ার প্রায় ৩১টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। ৩১ জন যোদ্ধা নিহত হন। আহত হন ১৩ জন। এই হামলাও তারই ধারাবাহিকতা বলে জানায় সংস্থাটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন