হোম খেলাধুলা সিরিজ জিতে শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদযাপন, মুখ খুললেন শান্ত

সিরিজ জিতে শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদযাপন, মুখ খুললেন শান্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ভারত বিশ্বকাপে সময় মতো মাঠে নামতে না পারায় বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ‘টাইমড আউট’ হয়েছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। সে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও এখনো ক্ষোভ পুষে রেখেছে লঙ্কানরা। যার রেশ দেখা গেছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের শিরোপা উদযাপনে। এনিয়ে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন টাইগার অধিনায়ক নাজমু হোসেন শান্ত।

সিলেটে শনিবার (৯ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর শিরোপা হাতে উদযাপনের সময় বাংলাদেশকে কিছুটা খোঁচা দেয় লঙ্কানরা।

ভারত বিশ্বকাপে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করার সে ক্ষোভ প্রকাশ পায় তাদের উদযাপনে। হাত ঘড়ির দিকে আঙুল দিয়ে ইশারা করে তারা ‘টাইমড আউট’ এর ইঙ্গিত করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখনো টাইমড আউট থেকে বের হতে পারছে না। ওরা সব উদযাপনে সেটাই করছে। আমরা নিয়মের বাইরে কিছু করিনাই। তাই এটা নিয়ে চিন্তিত না।’

গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে প্রথমবার ‘টাইমড আউটের’ সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। ওই ম্যাচে সতীর্থের আউটের পর ক্রিজে আসতে কিছুটা সময় নেন ম্যাথুস। এরপর ক্রিজে এসে তিনি লক্ষ্য করেন তাড়াহুড়ো করে যে হেলমেট নিয়ে মাঠে নেমেছেন সেটার ফিতা ছেঁড়া। তিনি আবার সেটা বদলাতে যান। সেই হেলমেটেও সমস্যা দেখে আরও সময় নেন তিনি।

এমন সময় এক ফিল্ডারের পরামর্শে আম্পায়ারের কাছে সে সময় বাংলাদেশের নেতৃত্বে থাকা সাকিব আল হাসান ‘টাইমড আউট’ এর আবেদন করেন। দুই ফিল্ড আম্পায়ার আলোচনা করে তাকে আউটের সিদ্ধান্ত দেন। মূলত আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউটের পর অপরজনকে দুই মিনিটের মধ্যে বল মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হয়। কিন্তু দুই মিনিট পরও প্রস্তুত হতে না পারায় এমন আউট হন ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এমন ঘটনা ঘটেনি।

এমন আউট মেনে নিতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচ শেষে সাকিব আল হাসান ও বাংলাদেশ দলকে নিয়ে বিস্তর সমালোচনা করেছিলেন ম্যাথুস। প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ দলের ক্রিকেটীয় জ্ঞান নিয়ে। যার রেশ দেখা গেল চার মাস পরে মুখোমুখি লড়াইয়েও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন