স্পোর্টস ডেস্ক:
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করে ভারত। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা রানের দেখা পেলও টানা দুই ম্যাচেই ডাক মারেন বিরাট কোহলি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হেসেছে এই দুজনের ব্যাট। ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত। এতেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত।
শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও মার্শ। ৬১ রানের জুটি গড়েন তারা।
তবে এরপর ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে অজি ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। এতে ৪৬ ওভার ৪ বলে ২৩৬ রানে অলআউট হয় অজিরা।
দলের পক্ষে অ্যালেক্স ক্যারি করে সর্বোচ্চ ৫৮ বলে ৫৬ রান। এছাড়া হেড ৪১ ও ম্যাথু শর্ট করেন ৩০ রান। ভারতের পক্ষে হার্ষিত রানা নেন ৪টি উইকেট।
২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ওপেনার।
তবে ২৬ বলে ২৪ রান করে জস হ্যাজেলউডের বলে আউট হন গিল। তার বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতকে সঙ্গে নিয়ে অজি বোলারদের ওপর চড়াও হন তিনি।
সাবলীল ব্যাটিংয়ে ৫৬ বলে ক্যারিয়ারের ৭৪তম ফিফটি তুলে নেন কোহলি। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৫ বলে সেঞ্চুরি তুলে নেন রোহিত। ৬৯ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা। রোহিত ১২৫ বলে ১২১ ও কোহলি ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন।
