জাতীয় ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ওই নারী সলপ রেলগেট থেকে রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত নারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।