হোম আন্তর্জাতিক সিন্ধু নিয়ে ভারতের বক্তব্য ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’: পাকিস্তান

সিন্ধু নিয়ে ভারতের বক্তব্য ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’: পাকিস্তান

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিন্ধু প্রদেশ ‘ভারতের অংশে ফিরে আসতে পারে’। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান একে ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ বলে অভিহিত করেছে।

ভারতের সংবাদমাধ্যম এর আগে রাজনাথ সিংয়ের উদ্ধৃতিতে জানিয়েছে, ‘এখন সিন্ধুর ভূমি ভারতের অংশ নাও হতে পারে, তবে সভ্যতার দিক থেকে সিন্ধু সবসময় ভারতের অংশ হয়েই থাকবে। আর অবস্থা নিয়ে বললে— ‘সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীতে সিন্ধু আবার ভারতের অংশ হয়ে যেতে পারে।’

ভারতের অন্যান্য সূত্রে বলা হয়েছে, সিং আরও মন্তব্য করেছেন যে তার প্রজন্মের সিন্দি হিন্দুরা কখনো পুরোপুরি পাকিস্তানের সঙ্গে প্রদেশের সংযোজন মেনে নেননি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিংয়ের এই বক্তব্য ‘সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতার প্রতিফলন’, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, স্বীকৃত সীমানাকে চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নেতাদের আহ্বান জানিয়েছে যে, তারা উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়া বন্ধ করে নিজের নাগরিকদের নিরাপত্তার দিকে মনোযোগ দিন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়া, ধর্মভিত্তিক সহিংসতার ঘটানদের বিচারের মুখোমুখি আনা এবং ঐতিহাসিক ভুল ধারণা থেকে উদ্ভূত বৈষম্য দূর করার দিকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা, যেখানে সম্প্রদায়গুলোকে অবহেলা, পরিচয়ভিত্তিক নিপীড়ন এবং ‘রাষ্ট্র-সমর্থিত সহিংসতার চক্র’ মোকাবিলা করতে হবে।

কাশ্মীর বিষয়ে পাকিস্তান পুনর্ব্যক্ত করে বলেছে, নয়াদিল্লিকে উচিৎ সুনিশ্চিত পদক্ষেপ নেওয়া, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, পাকিস্তান ন্যায় ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তার নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন