হোম আন্তর্জাতিক সিনেটে হারলেও হাউসের নিয়ন্ত্রণ পেল রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। অবশ্য সিনেটের ক্ষমতা এখনো ধরে রেখেছেন ডেমোক্র্যাটরা।

বিবিসি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় পরবর্তী দুবছরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের এজেন্ডা স্থগিত করার জন্য তারা চেষ্টা করে যাবেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সিনেট এবং হাউস দুটোটেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করেছিল। তবে প্রত্যাশার তুলনায় তেমন অর্জন হয়নি রিপাবলিকানদের। বিবিসি জানিয়েছে, রিপাবলিকান পার্টি এখন হাউসের ৪৩৫টি আসনের মধ্যে ২১৮ থেকে ২২৩টি আসন পেতে পারে ।

এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে নিজেদের নেতা ঠিক করে ফেলেছে রিপাবলিকানরা। মঙ্গলবার নেতৃত্ব নির্বাচনের রুদ্ধদ্বার ভোটে কেভিন ম্যাককার্থি প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বিগসকে ১৮৮-৩১ ভোটে হারিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ম্যাককার্থি ২০০৭ সাল থেকেই নিম্নকক্ষে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। গত সপ্তাহের আগে নিম্নকক্ষের রিপাবলিকান সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি স্পিকার হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেন। ওই চিঠিতে তিনি দলীয় সহকর্মীদের ‘লক্ষ্য পূরণে একতাবদ্ধ হতে’ আহ্বান জানিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন