হোম জাতীয় সিনহা হত্যা মামলা: যুক্তি-তর্ক ৯-১২ জানুয়ারি

 

জাতীয় ডেস্ক :

সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আগামী ৯ থেকে ১২ জানুয়ারি সময় ধার্য করেছেন আদালত।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় আসামির বক্তব্য গ্রহণ শেষে এ সময় নির্ধারণ করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, ১৫ আসামি তাদের বক্তব্য লিখিতভাবে আদালতে জমা দিয়েছেন। আদালত তাদের সাথে আলাপ করেছেন। কেউ সাফাই সাক্ষী দিতে রাজি হননি। কার্যবিধি ৩৪২ ধারায় আসামির বক্তব্য গ্রহণ শেষ হওয়ায় যুক্তি-তর্কের দিন ধার্য করেছেন। যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই কার্যক্রম শুরু হয়। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে কার্যক্রম।

গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এরপর ৬ ও ৭ ডিসেম্বর আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন