বাণিজ্য ডেস্ক:
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ১৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা। এ হিসেবে প্রতি কেজি গমের দাম পড়বে প্রায় ৩৩ টাকা।
বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গম ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় সিঙ্গাপুরের এমএস এগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে খাদ্য অধিদফতরের অধীনে এ গম কেনা হবে।
মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য অধিদফতর কর্তৃক চট্টগ্রাম সাইলোর বিএমআরইকরণ কার্যক্রম সরাসরি ক্রয় পদ্ধতিতে বেলজিয়ামের ভিগান ইঞ্জিনিয়ারিং এসএর নিকট থেকে নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট খরচ হবে ৬৩ কোটি ২১ লাখ ১৯ হাজার ১৮৬ টাকা।
গম কেনার পাশাপাশি সভায় রাশিয়া, কাতার এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ৪৭০ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থমন্ত্রণালয়ের এ সভায় মোট ২৪টি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৬৪ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা।