বাণিজ্য ডেস্ক:
সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৫২ কোটি টাকা।
বৃহস্পতিবার (২২ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভাশেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।
তিনি বলেন, সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকেই দুই কার্গো এলএনজি বা ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে একই প্রতিষ্ঠান থেকে আমদানি করলেও দুটি কার্গোতে আমদানিকৃত এলএনজির দামে ভিন্নতা রয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৫২ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ৬৯২ টাকা।
সচিব জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে সিঙ্গাপুরের এমএস গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৫৫৭ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৭৬ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। প্রতি এমএমবিটিইর মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৯৮ মার্কিন ডলার।
এ ছাড়া জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের একই প্রতিষ্ঠান থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৫৯৫ কোটি ১০ লাখ ৭০ হাজার ২১৬ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর মূল্য ধরা হয়েছে ১৩ দশমিক ৮৫ মার্কিন ডলার।
এর আগে চলতি মাসের ১৪ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৫৭৪ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৩০২ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছিল।
