হোম জাতীয় সিএনজিতে করে সংসদে এলেন সবচেয়ে কম বয়সী এমপি আজিজুল

সিএনজিতে করে সংসদে এলেন সবচেয়ে কম বয়সী এমপি আজিজুল

কর্তৃক Editor
০ মন্তব্য 158 ভিউজ

জাতীয় ডেস্ক:

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। এদিনটি স্মরণীয় করে রাখতে প্রায় সব সংসদ সদস্যই (এমপি) হাজির হন বিলাসবহুল গাড়িতে চেপে। কিন্তু একমাত্র ব্যতিক্রম সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য আজিজুল ইসলাম।

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়া আজিজুল সংসদে এসেছেন সিএনজিচালিত অটোরিকশায় করে। এতে সবাই অবাক হয়েছেন।

বিকেল ৩টায় সংসদ অধিবশেন শুরু হয়। তার আগে অন্য সবার মতো আজিজুলও এসে পৌঁছান সংসদে। তাকে সিএনজি থেকে নামতে দেখে অনেকেই কৌতূহলী হন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আজিজুল প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সুযোগ দিয়েছেন বলেই আমার মতো মানুষ আজকে সংসদ সদস্য হতে পেরেছে। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন আমরা তরুণরা সেটা গড়তে সর্বোচ্চ সহযোগিতা করব।

নির্বাচনে জয় পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোনো ম্যাজিক না। মানুষের ভালোবাসা। আমি যখন ভোট চাইতে গিয়েছিলাম, মানুষ এতো পরিমাণ আমাকে দোয়া দিয়েছে, এতো মানুষের চোখের পানি আমার গায়ে লেগে আছে। এই মানুষের চোখের পানি দিয়েই কিন্তু আজকে আমি সংসদে আসছি।

মানুষের কল্যাণে কাজ করা দায়িত্ব হয়ে গেছে জানিয়ে আজিজুল ইসলাম বলেন, আজকে প্রথম অধিবেশন। আমি সর্বকনিষ্ঠ সদস্য। আমার ভেতরটা অনেক ভারী। কারণ আমার যে দায়িত্ব এটা অবশ্যই পূরণ করতে হবে।

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নির্বাচিত আজিজুল ইসলাম বয়সে সর্বকনিষ্ঠ। তার বয়স ২৮ বছর। আজিজুল তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী শাহীন চাকলাদারকে ৯ হাজার ৫৭৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন।

এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে জুনাইদ আহম্মেদ পলক ২৯ বছর বয়সে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজাম উদ্দিন জলিল ২৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন