হোম জাতীয় সার্চ কমিটিতে ৩০ দল ও সংগঠনের নাম প্রস্তাব

জাতীয় ডেস্ক :

নির্বাচন কমিশন গঠনে যোগ্য প্রার্থী বাছাইয়ে ৩০টি দল ও সংগঠনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। এরমধ্যে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল ও ছয়টি সংগঠন।

অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার পর সাংবাদিকদের এমন তথ্যই জানালেন। তিনি গণমাধ্যমে বলেন, ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠন থেকে প্রস্তাব এসেছে। এই পেশাজীবী সংগঠনের মধ্যে বিএমএ, কৃষিবিদ ইনস্টিটিউটশন ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনও আছে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৩৯টি। পূর্বনিধারিত সময় অনুযায়ী আজ বিকেল পাঁচটা পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নাম দেওয়ার অনুরোধ করেছিল অনুসন্ধান কমিটি।

এরই প্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইসি গঠনে কোনো নাম জমা দেয়নি।

সরকারি ছুটির দিন হলেও এদিন খোলা ছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয়ের ৫ নম্বর গেটে নামের সুপারিশ জমা নেন কর্মকর্তারা। এছাড়া সচিবদের হাতেও নাম তুলে দেয় কয়েকটি দল।

এদিন বেলা পৌনে ১টায় ১০ জনের নাম জমা দেয় আওয়ামী লীগ। তবে কাদের নাম দিয়েছে দলটি তা জানা যায়নি। এরপর নাম নিয়ে আসে বিকল্পধারা ও তরিকত ফেডারেশন। এ নিয়ে নিবন্ধিত ৩০টি দল ১০ জন করে মোট ৩০০ জনের নাম জমা দিলো।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের প্রতি পদের বিপরীতে ২ জন করে মোট ১০ জনের নাম সুপারিশ করার সময় ছিল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আগামীকাল শনিবার দুই দফায় এবং পরদিন রোববার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান কমিটি। ইতিমধ্যে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন