খুলনা অফিস:
দেশব্যাপী ধর্ষন, যৌন হয়রানি ও নারী নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত ইস্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বৃহস্পিতবার সকালে তালা প্রেসক্লাব মোড় সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিইএফ’র ফিল্ড ফ্যাসিলিটেটর বাহারুল ইসলাম’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান, দলিত ইস্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির, হিসাব রক্ষক বিল্পব মন্ডল, কমিউনিটি প্রতিনিধি ললিত সরকার, পার্বতী দাস, প্রতিমা সরকার ও সুচিত্রা সরকার প্রমূখ।
এ সময় বক্তারা সারাদেশে ধর্ষন ও যৌন হয়রানী ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে, অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান।