অনলাইন ডেস্ক:
‘ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সারজিস আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বির্তকের সৃষ্টি করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া। অন্যথায় মানুষ মনে করবে ড. ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটম্যান বানাবে তারা। এ ধরনের একটি চিন্তা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘ড. ইউনূসকে মূলত সারজিস আলম বির্তকিত করেছেন। এই সারজিসকে নিয়ে অনেক বির্তক রয়েছে। যে সারজিস কয়েকদিন আগে বলেছিল ম্যানিবাগ খালি, ধার করে চলছি। সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন।’
তিনি বলেন, ‘সারজিস আলম ড. ইউনূসকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছেন তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্খার মিল রয়েছে। আওয়ামী লীগ ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে। ঠিক একইভাবে সারজিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ড. ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি কি তাহলে এ পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন। তিনি যদি এই কাজটি করেন তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। তবে তিনি এ কাজ করবেন না বলে আমি বিশ্বাস করি।’