রাজনীতি ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি আমাদের অনেক সময় নষ্ট করেছে। আর নষ্ট করার মতো সময় নেই।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে চীনের বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভের (বিআরআই) দশম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সিল্ক রোড ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদী শক্তি আমাদের অনেক সময় নষ্ট করেছে। নষ্ট করার মতো সময় আর নেই। চীনের সঙ্গে বন্ধুত্বে দুই দেশেরই লাভ। আমরা এই সম্পর্ক সামনে আরও সুন্দর দিকে নিয়ে যাব।
পশ্চিমা বিশ্ব কলোনি থেকে সম্পদ নিয়ে নিজেদের উন্নতি করেছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘আমরা এসব করতে পারব না। আমাদের উন্নতি হবে সুন্দর এবং স্বচ্ছ। অনেকেই চীন নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তবে প্রথমত বুঝতে হবে এখন সময় এশিয়ার। আর এশিয়ায় অগ্রগণ্য চীন। তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২০২৬ সালে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যখন শুল্কমুক্ত সুবিধা পাবে না। তবে এর আগে থেকেই চীন অনেক পণ্য থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।’
চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব নিয়ে লুকোছাপার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন,
এই সম্পর্ক স্বচ্ছ, স্পষ্ট এবং বিশ্বাসজনক।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো নিয়ে আগে অনেক সমস্যা ছিল। এখন সেসব সমস্যা নেই বললেই চলে। আমরা এখন ডাবল ব্রডগেজ রেললাইন সর্বত্র তৈরি করার চেষ্টা করছি। আমাদের ঋণ লাগবে, লাগবে প্রযুক্তি। আর এ জন্য চীনের সহযোগিতা আমাদের কাম্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে দেবার অনেক কিছু আছে চীনের। বাংলাদেশের নেবারও আছে অনেক কিছু। শি জিনপিং বাংলাদেশে এসেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন গিয়েছিলেন। এই যাওয়া-আসা চলতেই থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান হুয়ালং প্রমুখ।