হোম জাতীয় সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

জাতীয় ডেস্ক :

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ ও নিরপেক্ষ তদন্তে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে হামলার শিকার ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ারদীঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর, হামলা।

এরপর গেল কয়েক দিনে দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় ভাঙচুর করা হয়েছে। সবশেষ রোববার রাতে রংপুরের পীরগঞ্জে ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার জেলে পল্লীর অনেক বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান হামলা বন্ধ ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো জানান, বাংলাদেশের হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। সংস্থাটির পক্ষ থেকে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

এদিকে, সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন