হোম অন্যান্যসারাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম -মাশরাফী বিন মোর্ত্তজা এমপি

নড়াইল অফিস:

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেছেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম। রোববার সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মাশরাফী বিন মোর্ত্তজা এমপি তাঁর বক্তব্যে বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম। ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ,নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান। মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৫ শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন