হোম অন্যান্যসারাদেশ সামাজিক সচেতনতায় ইবিতে ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ

সামাজিক সচেতনতায় ইবিতে ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
ইবি প্রতিনিধি:
সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা মঞ্চে’ এটি পরিবেশিত হয়।
নাটকে দেখানো হয়েছে, সমাজে যারা সচেতন নাগরিক হিসেবে পরিচিত, বাস্তবে তারা কতটা অসচেতন। কোনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসার পর বা ভাইরাল হওয়ার পর সেটিকে সমাধান না করে অন্য আরেকটি ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া হয়। এমন প্রবণতা বিগত সরকারের সময়ে ছিল এবং বর্তমান সরকারের সময়েও চলছে। নাটকে এই বিষয়টি ফুটিয়ে তুলে ধরা হয়েছে এবং এর বিরুদ্ধে সবাইকে সচেতন করা হয়েছে।
নাটকের শেষাংশে দর্শকদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে দেখানো হয়েছে কোন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা উচিত কিংবা কোন ধরনের পোস্ট শেয়ার করা উচিত। সেটি সঠিকভাবে নির্ধারণ করতে পারলেই সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে।
সাইফুন্নাহার লাকির রচনা এবং নাইমুল ফারাবির নির্দেশনায় নাটকে কুশীলব হিসেবে ছিলেন আর্য পাল, সোহরাব হোসেন, মিথিলা ফারজানা, শিমলা মন্ডল, বন্যা, প্রমি, তমাল, হাসিব, তানমিন, প্রনয় ও আশেক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন