হোম আন্তর্জাতিক সামরিক নিয়ন্ত্রণের ছদ্মবেশে ২০২৪ সালের পাকিস্তানের নির্বাচন, মার্কিন কংগ্রেসের উদ্বেগ

সামরিক নিয়ন্ত্রণের ছদ্মবেশে ২০২৪ সালের পাকিস্তানের নির্বাচন, মার্কিন কংগ্রেসের উদ্বেগ

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
৪২ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক দমন-পীড়ন এবং মানবাধিকারের ক্রমবর্ধমান লঙ্ঘনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখেছেন। চিঠির নেতৃত্ব দেন ভারতীয়-আমেরিকান কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল এবং কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় ইংরেজি ভাষার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইওএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়

গত ৩ ডিসেম্বর চিঠিতে আইনপ্রণেতারা জানান, পাকিস্তান কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। আইনপ্রণেতারা যুক্তি দেন, পাকিস্তানের সামরিক নেতৃত্বকে জবাবদিহি করানো মার্কিন যুক্তরাষ্ট্রেরও দায়িত্ব। তারা প্রশাসনকে দ্রুত ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানান।

এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক আহমেদ নূরানি সামরিক দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর ইসলামাবাদে অপহরণ ও মারধরের শিকার হন। এছাড়া পাকিস্তানি-আমেরিকান সঙ্গীতশিল্পী সালমান আহমেদ ও তার পরিবারের ওপর সামরিক বাহিনীর হুমকির ঘটনা উল্লেখ করা হয়েছে। এছাড়া সঙ্গীতশিল্পী সালমান আহমেদের শ্যালককেও অপহরণ করে বিনা অভিযোগে আটক করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের হস্তক্ষেপে সমাধান হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন