হোম আন্তর্জাতিক সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক :

সন্ত্রাসীদের চিরতরে নির্মূল না করা পর্যন্ত সিরিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিমান হামলার পাশাপাশি নতুন করে স্থল অভিযানেরও ইঙ্গিত দেন তিনি। এরদোয়ানের এমন হুঁশিয়ারির মধ্যেই সিরিয়ার তুর্কি সীমান্তে তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রকেট হামলায় দুই শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়া এজাজ এলাকায় সিরিয়ার তুর্কি সীমান্তে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে হঠাৎ রকেট হামলার ঘটনা ঘটে। তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ভয়াবহ এ হামলায় শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। সিরিয়ার আসাদ বাহিনী নাকি কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে তুরস্কের বিমান হামলার মধ্যেই এ রকেট হামলা চালানো হলো।

এরই মধ্যে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষনা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার এক সমাবেশে দেয়া বক্তব্য এরদোয়ান বলেন, সন্ত্রাসীদের শিকড় চিরতরে উপড়ে না ফেলা পর্যন্ত সিরিয়ার অভিযান থেকে সরে আসবে না তুরস্ক। বিমান হামলার পাশাপাশি এদিন স্থল অভিযানের কথা জানান তিনি।

এরদোয়ান বলেন, এই মুহূর্তে সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য যা কিছু করা দরকার তার সবকিছুই করা হবে। প্রয়োজনে সাঁজোয়া যান থেকে শুরু করে ড্রোন সবকিছুই পাঠানো হবে। আমাদের সেনারা যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।

সিরিয়ায় চলমান অভিযানে এ পর্যন্ত কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকের ৮০ টির বেশি আস্তানা ধ্বংসের দাবি করেছে আঙ্কারা। এসব অভিযানে প্রায় দুইশো পিকেকে সদস্য নিহত হয়েছে বলে জানান তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী।

এদিকে, তুরস্কের অভিযানের প্রতিবাদে সিরিয়ার দেরিক অঞ্চলে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ কুর্দিরা। বিমান হামলায় নিহতদের মরদেহ নিয়ে এদিন জড়ো হন শত শত মানুষ। তুরস্কের বিমান হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তারা।

গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এ হামলার জেরে গেল শনিবার (১৯ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে হামলা চালায় তুর্কি সেনাবাহিনী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন