হোম ঢাকা সাভারে ভাঙারির গুদামের আগুন নিয়ন্ত্রণে

সাভারে ভাঙারির গুদামের আগুন নিয়ন্ত্রণে

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

অনলাইন ডেস্ক:

সাভারের ব্যাংক কলোনী এলকার একটি ভাঙারির গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আর সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, হঠাৎ টিনসেড গুদামটিতে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে শুরু করে। পরে তাদের সঙ্গে আরো দুইটি ইউনিট যোগ দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে থাকা ভাঙ্গারীর দোকানের মালামাল পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। ভেতরে প্লাস্টিক দ্রব্য থাকায় আগুন নিভতে সামান্য সময় বেশি লাগে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন