হোম ফিচার সাবেক স্বামীর সঙ্গে ডিনারে মালাইকা

বিনোদন ডেস্ক :

বলিউডের আলোচিত তারকা প্রেমিক জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। তবে অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্কে যাওয়ার আগে সংসার করেছেন আরবাজ খানের সঙ্গে।

প্রেমিক অর্জুনের সঙ্গে রণথম্ভোর গিয়েছিলেন মালাইকা। সেখানে বর্ষযাপন করেছেন তারা। সেখান থেকে ফিরেই সাবেক স্বামীর সঙ্গে ডিনারে হাজির তিনি। এমন খবর সামনে আসতেই হইচই পড়ে গেছে আসলে কি চাইছেন মালাইকা?

এ দিকে মালাইকা ও আরবাজের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তির্যক মন্তব্য চোখে পড়ে। যেমন মালাইকা সম্ভবত আরবাজ়ের কোট গায়ে জড়িয়ে নিয়েছিলেন। তা দেখে, কেউ লিখেছেন, ‘সাবেক স্বামীর কোট গায়ে চাপানোর কি খুব প্রয়োজন ছিল?’

কেউ আবার লিখেছেন, ‘অর্জুন কোথায়? ওকে তো দেখা যাচ্ছে না!’ অবশ্য কেউ কেউ আবার মালাইকাকে সমর্থনও করেছেন। তাদের মতে, ঠান্ডার জন্যই তিনি কোটটি পড়েছিলেন। এতে কোনো দোষ নেই। আসলে মুম্বাই এসেছেন মালাইকা ও আরবজের সন্তান আরহান। ছেলেকে সঙ্গ দিতেই আরবাজের সঙ্গে দেখা হয়ে গেল মালাইকার।

প্রসঙ্গত, ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন এই দম্পতি। কিন্তু ছেলেকে বড় করে তুলতে তারা একসঙ্গে কাজ করবেন বলেও জানিয়েছিলেন। এ দিন তাই আরবাজ ও মালাইকার একসঙ্গে দেখা করা ছেলের স্বার্থে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন