হোম অন্যান্যশিক্ষা সাবেক শিক্ষামন্ত্রীর কুনজরে মনিপুর স্কুল ধ্বংস, সংসদে বিচার দাবি

সাবেক শিক্ষামন্ত্রীর কুনজরে মনিপুর স্কুল ধ্বংস, সংসদে বিচার দাবি

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

শিক্ষা ডেস্ক:

মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ সাবেক শিক্ষামন্ত্রী (ডা. দীপু মনি) কুনজরে পড়েছিল বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। সাবেক এই মন্ত্রীর বিচার দাবিও করেছেন তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব দাবি করেন।

কামাল মজুমদার বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নাই। সেখানে বাংলাদেশের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছিল। হঠাৎ করে সাবেক শিক্ষামন্ত্রী (ডা. দীপু মনি) ও ঢাকা শিক্ষা ডিসির কারসাজিতে জামায়াতকে ক্ষমতায় বসিয়ে আমরা গড়া প্রতিষ্ঠান ধ্বংস করেছেন।’

তিনি আরও বলেন, ‘গত শিক্ষা বছর পরীক্ষার ফলাফলে বিপর্যয় হয়েছে। দুই হাজার তিনশ শিক্ষার্থী ফেল করেছে। আগের বছর থেকে এক হাজার দুইশ শিক্ষার্থী জিপিএ ফাইভ কম পেয়েছে। যে প্রধান শিক্ষককে ক্ষমতায় বসানো হয়েছে তিনি প্যারালাইসিসে ভুগছেন এবং কথা বলতে পারেন না। শিক্ষা মন্ত্রণালয়কে বার বার বলার পরও তাকে সরানো হয় নাই। এ নিয়ে আদালতে তারা মামলা করছে। স্কুলটাকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানটি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন কামরা মজুমদার। তিনি বলেন, স্কুলটিকে আপনি রক্ষা করুন। আপনার দেয়া জমিতে প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে তুলেছি।এটি ননএমপিওভুক্ত প্রতিষ্ঠান এবং ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না কী কারণে সাবেক শিক্ষামন্ত্রীর কু-নজর পড়েছে। আমি তারও বিচার চাই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন