নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক মন্ত্রী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এঁর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নড়াইলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ নভেম্বর সোমবার দুপুরে ত দলীয় কার্যালয়ের সামনে চৌরাস্তায় প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সদর উপজেলা ও নগর বিএনপি এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বি এন পি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,জেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাইদ বাবু,পৌর বি এন পি’র সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নড়াইল , কালিয়া,ও লোহাগড়া উপজেলা থেকে আগত বি এন পি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দলীয় সাংগঠনিক দক্ষতা ও দক্ষিণ বঙ্গের উন্নয়নে তাঁর অবদানের স্মৃতি চারন করেন। আলোচনা সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট
