আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে দেওয়া ঋণের বিষয়টি পর্যালোচনা শুরু করেছে সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংক ডিবিএস গ্রুপ হোল্ডিংস লিমিটেড। ব্লুমবার্গের এক প্রশ্নের জবাবে শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
চলতি সপ্তাহে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক বিশেষ প্রতিবেদনে জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ২৬৫ মিলিয়ন ডলার ব্যয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে তার বিশাল আবাসন সাম্রাজ্য গড়ে তুলেছেন। দেশ থেকে অর্থপাচারের পাশাপাশি তিনি সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক থেকেও ঋণ করেছেন।
ডিবিএস সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে ১৯টি ঋণ দিয়েছে। ব্যাংকটি প্রথমে সাইফুজ্জামানের নামে অ্যাকাউন্ট খুলতে অস্বীকার করেছিল। কারণ তিনি একজন ‘রাজনৈতিকভাবে ব্যক্তি।’ কিন্তু পরে জানুয়ারি পর্যন্ত তার ব্যবসার জন্য ঋণ প্রদান করেছিল প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গ নিউজের প্রশ্নের জবাবে ডিবিএস বলেছে, ‘প্রতিবেদন প্রকাশের আগেই ডিবিএস সক্রিয়ভাবে কিছু সমস্যাকে চিহ্নিত করেছিল,পরে এ ব্যাপারে একটি উপযুক্ত পর্যালোচনা শুরু করা হয়েছিল।’
তবে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রীকে কত টাকা ঋণ দেওয়া হয়েছিল সে বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি ডিবিএস।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতা ও অর্থপাচার নিয়ন্ত্রনের ক্ষেত্রে ডিবিএস কঠোর অবস্থানে রয়েছে।