নড়াইল প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নড়াইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে লোহাগড়ায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল–২ আসনে ধানের শীষের প্রার্থী এবং এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানে বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবার নয়। তিনি বেগম জিয়ার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র নেতা এস. এম এনামুল কবীর চন্দন। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব বুলবুল আলমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ–সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করা হয়।
