হোম খেলাধুলা সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে উঠতে যা করতে হবে বাংলাদেশকে

খেলাধূলা ডেস্ক:

১৪ বছর আগে সবশেষ সাফের গ্রুপ পর্ব পার হতে পেরেছিল বাংলাদেশ। এরপর থেকেই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ থেকে প্রতিবার খালি হাতে ফিরতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। গত দুবার তো সেমিফাইনালের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হতাশায় ডুবে। আরও একবার সেমিফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে পা হড়কাতে চায় না জামাল ভুঁইয়ারা।

এবারের সাফে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। শক্তিশালী লেবাননের বিপক্ষে ২-০ গোলে হারে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। পরের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী মালদ্বীপ হওয়ায় বাংলাদেশের গ্রুপ পুর্ব পার হওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল।

তবে দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ ফুটবল উপহার দিয়ে মালদ্বীপ বাধা পার হন জামাল-মুরসালিনরা। ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের রাস্তা খুলে গেছে বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হতে পারে।

তবে শুধু নিজেরা জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপের অন্য ম্যাচের ফলের জন্যও।

মালদ্বীপ যদি লেবাননের কাছে হেরে যায় তবে ভুটানের সঙ্গে ড্র করলেই চলবে বাংলাদেশের। তবে মালদ্বীপ জয় পেলে বাংলাদেশের জিততেই হবে ভুটানের বিপক্ষে। শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধান হতে হবে মালদ্বীপের চেয়ে বড়। প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও মালদ্বীপের গোল ব্যবধান সমান। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় দুই নম্বরে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে লেবানন। মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত তাদের।

যদি বাংলাদেশ ও মালদ্বীপ নিজ নিজ ম্যাচে ড্র করে তবে বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজা খোলা থাকবে। সে ক্ষেত্রে ড্রয়ের ব্যবধান সমান হতে হবে।

বাংলাদেশ হেরে গেলেও সুযোগ থাকছে, তবে সে ক্ষেত্রে হারতে হবে মালদ্বীপকেও। সে ক্ষেত্রে ভুটান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যারা গোল ব্যবধানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে, তারাই পাবে সেমিফাইনালের টিকেট।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন