স্পোর্টস ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটান।
কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বাজিমাত করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর দল। এই জয় আত্মবিশ্বাস জুগিয়েছে পুরো দলকে।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দলকে বিশ্রাম দেয়ার আভাস দিয়েছিলেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। তাই ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচের আগে নির্ধারিত অনুশীলন বাতিল করে বাংলাদেশ। টিম হোটেলে বিশ্রামে দিন পার করেছে সাগরিকা- আফিদারা।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১ গোল হজম করেছে ভুটান। তাই দলটির বিপক্ষে বাংলাদেশও চাইবে নিজেদের গোল সংখ্যাটা বাড়িয়ে নিতে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় এদিন সাইড বেঞ্চের শক্তিও পরীক্ষা করে দেখতে পারেন সাইফুল বারী টিটু। আর টানা খেলার ধকল কিছুটা সামলে ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করে নিতে চান নিয়মিত একাদশের ফুটবলাররা।
এদিকে প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে হারের পর নেপালের কাছেও হেরেছে ভুটান। প্রতিপক্ষ দুর্বল হলেও ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ভুটানের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাস যোগাবে ফাইনালে। তাই পূর্ণ ৩ পয়েন্ট বড় ব্যাবধানের জয়টা এখন লক্ষ্য বাংলাদেশের।