খেলাধূলা ডেস্ক:
প্রায় ১৪ বছর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে হেরে গেলেও পুরো টুর্নামেন্টেই অনবদ্য খেলেছে জামাল ভূঁইয়া বাহিনী। লাল সবুজদের এমন যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকুক- এমন আশা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল দল।
বুধবার (৫ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় আর্জেন্টিনা ফুটবল দল লিখেছে, ‘অদম্য শক্তি ও উন্নয়নশীল চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩- এর সেমিফাইনালে বাংলাদেশ। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকুক, এটাই আর্জেন্টিনা জাতীয় দলের প্রত্যাশা।’
সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপরের আসরে রানার্সআপ হয় লাল সবুজের প্রতিনিধিরা। ২০০৮ সালে বাদ যায় গ্রুপ পর্ব থেকে। ২০০৯ সালে সেমিফাইনাল পর্যন্ত খেলে তারা। পরের প্রত্যেকটি আসরেই বাংলাদেশের দৌড় ছিল গ্রুপ পর্ব পর্যন্ত। কিন্তু এবারের আসরে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে হারলেও শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। পুরো ম্যাচে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনিই জিতেছেন এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার। কুয়েতের বিপক্ষে ১০টি সেভ দিয়েছিলেন তিনি। গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে ৩টি, মালদ্বীপের বিপক্ষে একটি ও ভুটানের বিপক্ষে ২টি সেভ করেন জিকো।