নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় বিষাক্ত সাপের কাঁমড়ে এক গৃহবধুর প্রানহানী ঘটেছে। নিহত গৃহবধুর নাম ডলি খাতুন (২০)। সে উপজেলার শাহপুর গ্রামের ইকবাল হোসেন খাঁর স্ত্রী। বৃহষ্পতিবার রাতে নিহতের নিজ বাড়িতে ঘটনটি ঘটে ।
নিহতের প্রতিবেশীরা জানায়, রাতের খাবার খেয়ে ডলি ও তার স্বামী এবং শিশুকন্যা একত্রে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময়ে বিষাক্ত সাপ কামড় দেয় ডলি খাতুনকে। সকালে ডলি খাতুন এবং সাপটিকে মৃত অবস্তায় দেখতে পাওয়া যায়। খেরশা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
