হোম ফিচার সানি লিওনের বাংলাদেশে আগমনে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী ও সাবেক নীল দুনিয়ার তারকা সানি লিওনের বাংলাদেশে আসার খবর প্রকাশের পর তোলপাড় পুরো বাংলাদেশ। কিন্তু সানি লিওন বাংলাদেশে আসার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলচ্চিত্র-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চ এর ৫২ নং স্মারকের মাধ্যমে ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট দেয়া হয়। পরবর্তীতে দেখা যায়, আমেরিকান এই অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

সেই সাথে বাংলাদেশে সানির আসার বিষয় জানানো হয়, সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

জানা গেছে, গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও চ্যানেলটির প্রধান নির্বাহী ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তারা। রাতে ঢাকার একটি নামি রেস্তোরাঁয় হবে জমকাল এই বিয়ের আয়োজন।

শনিবার বিকেল ৫টায় সানি বাংলাদেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। উচ্ছ্বসিত সেই ছবির ক্যাপশনে জুড়ে দেন ‘এই সুন্দর দেশে এসে খুবই খুশি আমি।’ বাংলাদেশে ১৭ ঘণ্টা সফর শেষে রোববার সকাল ৯টার ফ্লাইটে মুম্বাই চলে যান সানি লিওন। বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে নাচেও অংশ নেন তিনি। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন