অনলাইন ডেস্ক:
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. শফিউল্ল্যাহ (৪৬) শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গী আনা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি শফিল্লাহকে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।