হোম ফিচার সাত নয়, চার পাক ঘুরে বিয়ে করলেন আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক :

দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ে করেছেন রণবীর আলিয়া–এ খবর তো এখন প্রায় সবার জানা। এপ্রিলে বিয়ে করবেন এই তারকা–সেই খবর সামনে আসার পর থেকে রালিয়া বিয়েই ছিল বলিউডের সবচেয়ে আলোচিত খবর।

বিয়ের দিন আলিয়া-রণবীর সব্যসাচীর পেইল গোলাপির পোশাক ও সাদা মুক্তোর অলংকারের সাজে দ্যুতি ছড়িয়েছেন। সবাই বেশ প্রশংসাও করেছেন তাদের এই ব্যতিক্রমী সাজের। তবে রালিয়ার বিয়ে যে বিষয়টি সবাইকে অবাক করেছে তা হলো, প্রচলিত নিয়ম মেনে সাত পাক নয়, তারা বিয়েতে শুধু চার পাক ঘুরেছেন। কি অবাক হচ্ছেন? বলিউডের জনপ্রিয় এই তারকাজুটি প্রচলিত নিয়ম ভেঙে বিয়ে সম্পন্ন করেছেন মাত্র চার পাক ঘুরে। আর এমনটাই জানিয়েছেন আলিয়ার দাদা রাহুল ভাট।

রাহুল ভাট জানান, ‘পণ্ডিতজি প্রত্যেক পাকের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন দুজনকে। একটা হয় ধর্মের জন্য, অন্যটা সন্তানের জন্য… একদম চিত্তাকর্ষক ব্যাপার। আমরা আগে কখনো এটা দেখিনি। আমি এমন একটা পরিবারের সন্তান, সেখানে সব ধর্মের মানুষজন রয়েছে। আমার কাছে এটা অন্যরকম। সাতটা নয়, চারটে পাক ঘুরেছে ওরা।’ যদিও কী কারণে চার পাক ঘোরার সিদ্ধান্ত নিয়েছেন তারা, তা স্পষ্ট করে বলতে পারেননি রাহুল ভাট। তবে তিনি জানান, বিয়ের মণ্ডপে রণবীর কাপুরের বাবা ও বলিউড অভিনেতা প্রয়াত ঋষি কাপুরের একটি ছবিও রাখা ছিল।

এদিকে মেয়ে আলিয়ার বিয়েতে বেশ উচ্ছ্বসিত আলিয়ার বাবা ও নির্মাতা মহেশ ভাটও। রালিয়ার বিয়ে উপলক্ষ্যে মহেশ তার হাতে আলিয়া ও রণবীরের নাম লিখে মেহেদি দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করেন তাদের প্রতি। তা ছাড়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘কারা বলে রূপকথার সময় পার হয়েছে? আমি আজ এর সাক্ষী থাকলাম।’

এদিকে বিয়ে সম্পন্নের পরপরই আলিয়া ও রণবীর তাদের বিয়ের ছবি প্রকাশ করেন ভক্ত ও অনুরাগীদের জন্য। তাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন