হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি মনোনীত প্রার্থী ইভাঃরুবেল গাইন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তারের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএমজেপি’র সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহবায়ক অদ্রিজা সানা, সদস্য সাগর চক্রবর্তী, নির্বাচন পরিচালনা টিমের প্রধান সমন্বয়ক ইয়ানুর হোসেন, মাস্টার ফজলুল হক, মফিজুল ইসলাম প্রমুখ। মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসন থেকে রকেট প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন