হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা-২ আসনে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা-২ আসনে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর+দেবহাটা) আসনে আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাজকিন আহমেদ চিশতির মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার কর্মী-সমর্থকরা। শনিবার বেলা ১১ টায় শহরের সংগীতা মোড় থেকে শত শত নারী পুরুষসহ দলীয় নেতাকর্মী ও কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে অবরোধ করে সমাবেশ করেন। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ ও সমাবেশ করতে থাকেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজট দেখা দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর অজিহার রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম.এ রাজ্জাক, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান বারী, সাবেক সহ-সভাপতি মোঃ মাহমুদ আলী, সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সিহাবুজ্জামান সিহাব, যুবদলের নেতা আসানুর রহমান, রফিকুল ইসলাম পল্টু ও মীর বাবু, রেবেকা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, তাসকিন আহমেদ চিশতি শুধু একজন নেতা নন, তিনি সাতক্ষীরা শহরের উন্নয়নসহ তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থাকার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করা এবং প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থাকা তাসকিন চিশতির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এমন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে অযোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দল দুর্বল হবে। বক্তারা এসময় বিতর্কিত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে সাবেক পৌর মেয়র ও জনপ্রিয় নেতা তাসকিন আহমেদ চিশতির মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থীতা পান আব্দুর রউফ। পরের দিন রাতেই খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল আলিমের সমর্থকরা। এর কয়েকদিনে যেতে না যেতেই আজ শনিবার মনোয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাজকিন আহমেদ চিশতির সমর্থকরা। এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর সাতক্ষীরা বাস টার্মিনাল ও সরকারি খাসজমি দখলের অভিযোগে আলোচনায় আসেন তিনি। পরে জেলা প্রশাসনের নেতৃত্বে প্রায় ৩০ বিঘা সরকারি খাসজমি ওই দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাঁর ভাই জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হবি ওইসময় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দখলে নেন। পরে প্রশাসনের সহায়তায় সেখানে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচরে হবি পরাজয় বরন করে। এছাড়া তাদের ভাইপো আ.ন.ম আবু সাঈদ মূলধারার সাংবাদিকদের বাহিরে রেখে কিছু অসাংবাদিকদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলে নেন। যা এখনও তাদের দখলে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন