নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি, আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টার যোগে নেওয়া হয়েছে ঢাকায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়।
আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য প্রার্থী।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি (জাপার) সভাপতি শেখ আজহার হোসেন বলেন, সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাসায় আকষ্মিক শ্বাসকষ্ট জনিত অসুস্থ হয়ে পড়লে শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, তিনি আগে থেকেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওপেন হার্ট সার্জারি করা রয়েছে। বর্তমানে জন্ডিস, কিডনিসহ বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি । এ জন্য পরিবারের আগ্রহে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করা হয়েছে।
