হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার-০৩ (দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান এমপি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা-০৩ আসনে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ সারাদেশের ৩’শ টি আসনে বাংলাদশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্র্রী ওবায়দুল কাদের এমপি।

এদিকে ডা. রুহুল হক এমপি’র দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে মুহুর্তেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এ আসনের তিনটি উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

দেবহাটার গাজীরহাট ও পারুলিয়া সহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। তবে নির্বাচনী আচরণবিধি’র কারনে বড় পরিসরে আনন্দ মিছিল না করে পৃথক পৃথক স্থানে স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। এসময় নৌকার মাঝি ডা. রুহুল হক এমপিকে স্বাগত জানানোর পাশাপাশি নেতাকর্মীদের স্লোগানে ফুটে ওঠে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে আমাকে আবারও নৌকার মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকার মানুষ বিগত সময়ের মতো আবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন