হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সেনাকর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মাজহারুল ইসলাম নয়নের বিরুদ্ধে 

সাতক্ষীরা সেনাকর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মাজহারুল ইসলাম নয়নের বিরুদ্ধে 

কর্তৃক Editor
০ মন্তব্য 176 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সেনাকর্মকর্তা পরিচয়দিয়ে চাউলের ওএমএস ডিলার শীপ পাওয়ায় দেওয়ার কথাবলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ মাজহারুল ইসলাম নয়ন (৩৫) নামের এক প্রতারকের বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ মাজহারুল ইসলাম নয়ন সদরের আখড়াখোলা এলাকার মোঃ আব্দুল আজিজ খোকন এর ছেলে। তিনি বর্তমান রসুলপুর পুলিশ লাইনের পিছনে তৈয়েব এর বাড়ির ভাড়াটিয়া।
ভুক্তভোগী সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার আব্দুল বারী’র ছেলে মোঃ আলমগীর হোসেন জানান, সাতক্ষীরা শহরের টিএনটি অফিসের পূর্ব পার্শ্বে, শহীদ কাজল সরণিতে প্রতারক মোঃ মাজহারুল ইসলাম নয়নের স্ত্রীরির ফেস কেয়ার বিউটি পার্লার ও লেডিস ফিটসনেস জিম নামে একটি প্রতিষ্ঠান আছে। কোন ব্যক্তিবর্গ তার প্রতিষ্ঠানে গেলে তার স্ত্রী প্রথমে তার সাথে সু-সম্পর্ক তৈরি করে এবং বলে আমার স্বামী সেনাবাহিনীর একজন তদন্তকারী অফিসার তার অনেক ধরাকরা আছে। তাকে দিয়ে আপনাদের কোন উপকার করতে পারি। এরপর স্ত্রীর সহযোগিতায় তার স্বামীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় এবং বলে চাউলের ওএমএস ডিলার শীপ পাওয়ায়ে দেবে। পরবর্তীতে আমরা জানতে পারি এই প্রতিষ্ঠানে বসে সে বিভিন্ন লোকজনদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করে।
মোঃ মাজহারুল ইসলাম নয়ন সেনাকর্মকর্তা পরিচয় দিয়ে আমার চাউলের ওএমএস ডিলার শীপ পাওয়ায় দেওয়ার কথা বলে ২ মাস আগে আমার কাছথেকে হইতে নগত ২৫ হাজার টাকা, ০১৯৪০-৩৩৬৬৩৩ নাম্বার বিকাশে ৫ হাজার টাকা ও ০১৭৩৬-১৮৮৩৮৭ বিকাশে আরও ৫ হাজার টাকা নেই।
পরবর্তীতে সর্বশেষ আমার বাড়িতে এসে বলে আপনার কাজ হয়ে গেছে বলে আবারও ১৪ হাজার টাকা নেয়। এভাবে দফায় দফায় আমার কাছথেকে সর্বমোট ৪৮ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে।
মোঃ মাজহারুল ইসলাম নয়ন আমাকে কোন ওএমএস ডিলার শীপ করে না দেওয়ায় তার কাছে টাকা গুলো ফেরত চাই। কিন্তু তিনি আমার টাকা গুলো দিচ্ছে না।  তিনি বর্তমানে আমার টাকা ফিরিয়ে দিবেনা বলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০ টারদিকে মোঃ মাজহারুল ইসলাম নয়নের মোবাইলে রিং করে আমার টাকা ফেরত চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। তিনি বলে যে টাকা দিতে পারবো না, পারলে আদায় করে নিস। বিষয়টি প্রতিকারের জন্য সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি। আমি টাকা ফেরত যাওয়ার জন্য পুলিশ সুপারের আশু হত্যাকার ক্যামনা করছি।
এবিষয়ে মোঃ মাজহারুল ইসলাম নয়নের বক্তব্যের জন্য  ০১৮১০-৯১০৯৫১ নাম্বারে একাধিক বার ফোন দিলে বন্ধ মোবাইল পাওয়া যায়।
সাতক্ষীরা সদর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ আব্বাস আলী জানান মোঃ আলমগীর হোসেন এর অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করছি। অভিযুক্ত মোঃ মাজহারুল ইসলাম নয়ন সেনাকর্মকর্তা পরিচয় দিয়ে টাকা নেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। টাকা ফিরিয়ে না দিলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন